Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • কস্কি মমিন

এই ৮টি Psychological Fact এর ব্যাপারে খুব সম্ভবত আপনার জানা নেই

Thumbnail

by Maisha Farah Oishi

২২:৩১, ২৫ জুন ২০২৩

এই ৮টি Psychological Fact এর ব্যাপারে খুব সম্ভবত আপনার জানা নেই

মানুষের মন-মানসিকতা সবসময় বুঝতে পারাটা বেশ মুশকিল। অনেক সময় অনেক কিছু  আমরা কেন করি নিজেরাই সেটা বুঝি না। বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়ক ফ্যাক্ট নিয়ে আমাদের আজকের এই আয়োজন।

১. সবসময় সব ভুলে শুধু খুশি থাকার চেষ্টা করলে তাতে বরং ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি, এর চেয়ে জীবনের খারাপ দিকগুলোও মেনে নেয়া বুদ্ধিমানের কাজ

২. পরিবারের টাকায় ধনী হওয়ার চেয়ে যারা নিজের পরিশ্রমে আয় করে ধনী হয়, তারা অপেক্ষাকৃত বেশি সুখী হয় 

৩. কোন মানুষ একজন রেস্টুরেন্টের ওয়েটার এর সাথে কেমন ব্যবহার করে, তার উপর ভিত্তি করে তার স্বভাব অনেকটাই বোঝা যায়

৪. নিজের হাতে তৈরি খাবারের চেয়ে অন্য কেউ যখন আপনার জন্য খাবার তৈরি করে, সেটার স্বাদ বেশি মজাদার মনে হয় 

৫. সোশ্যাল মিডিয়া এমনভাবেই ডিজাইন করা হয়ে থাকে, যাতে সেটায় আমরা মানসিকভাবে আসক্ত হয়ে পড়ি। এজন্যই বারবার আমরা সোশ্যাল মিডিয়া চেক করি।

৬. আপনার ব্রেইন যখন টায়ার্ড থাকে, তখন অপেক্ষাকৃত বেশি ক্রিয়েটিভ থাকে

৭. ফোন ভাইব্রেট না করলেও ৬৮% মানুষেরই প্রায়ই মনে হয় ভাইব্রেশন হচ্ছে। একে বলা হয় phantom vibration syndrome. 

৮. যারা দুইটি বা তার অধিক ভাষায় কথা বলতে জানে, ভাষার পরিবর্তন করে কথা বলার সময় অবচেতনভাবে তাদের পারসোনালিটিতেও কিছুটা পরিবর্তন আসে। 

SHARE THIS ARTICLE