Menu
menu-icon close

যে ৮ ধরণের ফালতু কাজ শুধু বাংলাদেশিদের দ্বারাই সম্ভব

Thumbnail

by Bishal Dhar

১৯:২৭, ৭ ডিসেম্বর ২০২২

যে ৮ ধরণের ফালতু কাজ শুধু বাংলাদেশিদের দ্বারাই সম্ভব

প্রতিবেশী কিছু করেছে সেটার সাথে পাল্লা দিয়ে নিজেরও করতে হবে কিংবা পরিবারের সম্মান রক্ষার জন্য নিজের মানসিক স্বাস্থ্যের বারোটা বাজানো, এই ধরণের কাজগুলো আমাদের বাংলাদেশিদের দ্বারাই সম্ভব। আজ জেনে নিন এমন আরও কিছু ফালতু কাজ, যেগুলো আমরা বাংলাদেশিরা দিনের পর দিন করতে করতে নরমালাইজ করে ফেলেছি।

১. ছেলেমেয়ে কোন অপরাধ বা ফালতু কাজ করলে তার শেকড় খারাপ বা বাবা-মা খারাপ এমন স্টেরিওটাইপ তৈরি করে রাখা

২. ডাস্টবিন না হলেও কোথাও ময়লা ফেলে রাখা দেখলে সেখানে আরও ময়লা ফেলা

৩. মানসিক শান্তি বা স্বাস্থ্যের থেকে সামাজিক অবস্থান বা পারিবারিক সম্মানকে বেশি গুরুত্ব দেওয়া

৪. অন্যরা কি করছে তা দেখে তাদের সাথে পাল্লা দিয়ে সেগুলো করার চেষ্টা করা

৫. অন্যদের সামনে, বিশেষ করে অতিথি বা ফরেনারদের সামনে ফেক এক্সেন্টে কথা বলা

৬. গায়ের রংকেই সৌন্দর্যের মাপকাঠি হিসেবে গণ্য করা

৭. নিজের এখতিয়ারের বাইরে হলেও অন্যের বিয়ে, আয়ের মত ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলা

৮. সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে গ্যাঞ্জাম/ঝগড়াঝাটি করা

SHARE THIS ARTICLE