Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

গরুর মাংস পছন্দ করা লোকজনের লাইফে যে ৮টি ব্যাপার খুব রিলেটেবল

Thumbnail

by Bishal Dhar

১২:১৯, ১১ ডিসেম্বর ২০২২

গরুর মাংস পছন্দ করা লোকজনের লাইফে যে ৮টি ব্যাপার খুব রিলেটেবল

উরাধুরা গরুর মাংস খাওয়া যায় বলে কোরবানি ঈদের সময়টা কি আপনার কাছে চরম আনন্দের কিংবা শুক্রবার মানেই কি আপনার কাছে গরুর মাংস দিবস মনে হয়? তাহলে আজকের লেখাটি আপনারই জন্যই!

১. গরুর মাংস খাওয়ার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জ্ঞান দেওয়া লোকজন আপনার পছন্দ না

২. স্টেক, কালাভুনা, তেহারি, কাচ্চি, রেজালা ফরম্যাট যেটাই হোক গরু হলে আপনার জীবন রঙিন

৩. কোরবানি ঈদের সময়টা পুরো বছরে আপনার সবচেয়ে আনন্দের সময়

৪. কোথাও খেতে গিয়ে বিফ আইটেম নেই জানতে পারাটা আপনার জন্য চরম দুঃখের

৫. সম্ভব হলে আপনি গরুর মাংসের সাথেই প্রেম করতেন, গরুর মাংসকেই বিয়ে করতেন

৬. আপনার মতে যেকোনো ডিশই বিফের সংস্পর্শে অমৃত হয়ে ওঠে

৭. কক্সবাজার/সেন্টমার্টিনের মত জায়গায় গিয়েও সি-ফুড খাওয়ার বদলে আপনি “গরুর মাংস দিয়ে ট্যাশ করে বাত খান”

৮. শুক্রবার মানেই আপনার কাছে অবধারিত ভাবে “বিফ দিবস”

SHARE THIS ARTICLE

Trending NOW