Menu
menu-icon close
  • ভাল্লাগসে

স্বাস্থ্য সুরক্ষায় যে ৬ ধরণের চা হতে পারে আমাদের প্রতিদিনের সঙ্গী

Thumbnail

by Fariha Rahman

০৭:৪৩, ১৬ আগস্ট ২০২২

স্বাস্থ্য সুরক্ষায় যে ৬ ধরণের চা হতে পারে আমাদের প্রতিদিনের সঙ্গী

চা, নিজস্ব ভেষজ গুণাগুনে পরিপূর্ণ একটি পানীয়। আর চা পানের উপকারিতা মহামারীর সময়ে যেন আরেকবার আমাদের জানান দিয়ে গিয়েছিলো। করোনাভাইরাসের ওই সময়ে গরম চা পান শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, এমনটাই বলছেন অনেক বিশেষজ্ঞরা। তাছাড়া সর্দি-কাশি-জ্বর ইত্যাদি ঠেকাতেও চা অনেক কার্যকরী। এদিকে বিশ্বজুড়ে জনপ্রিয় ও স্বাস্থ্যকর চা হিসেবে বিবেচিত ৬ ধরণের চা। আর তাই সেগুলোর উপকারিতা নিয়েই আমাদের অ্যালবাম।

SHARE THIS ARTICLE