কখনো ঢাকা ছেড়ে দেশের বাইরে চলে গেলে যে ৮টি বিষয় খুব মিস করবেন

by Bishal Dhar
১২:০৩, ২৩ আগস্ট ২০২২
 
                    
                    কাজ, পড়ালেখা কিংবা একটু ভালো জীবনের আশায় প্রাণের শহর ঢাকা ছেড়ে অনেকেই বাইরে চলে যাই। শহরটার প্রতি অনেক অভিযোগ, অনুযোগও আছে আমাদের, তারপরেও যারা এই শহর ছেড়ে চলে গেছে তারাই জানে এর মায়া কতটুকু। ঢাকা ছাড়লেও ঢাকার যে বিষয়গুলো আপনি অনেক বেশি মিস করবেন, সেগুলো নিয়েই আমাদের আজকের তালিকা।
১. কাচ্চি – যারা ঢাকায় বড় হয়েছেন তাদের কাছে কাচ্চির আবেদন আর নতুন করে বলার কিছু নেই
২. আড্ডা – রাস্তার পাশে হোক বা টংয়ের দোকানে বা ছাদে, ঢাকায় না থাকলে আড্ডার মর্মই বোঝা দায়
৩. স্ট্রিট ফুড – কমদামে পেটপুজার জন্য এমন দারুণ সব স্ট্রিটফুড আর কোথায় পাবেন বলুন?
৪. কমদামে জামাকাপড় – বঙ্গবাজার থেকে শুরু করে নিউমার্কেট চষে বেড়ানো মানুষদের কি আর বাইরের বড় বড় দামি শপিংমলে ভালো লাগে?
৫. শীত – ঢাকায় খুব অল্প সময়ের জন্য শীত আসলেও, এমন আমেজ আপনি অন্য কোথাও পাবেন না। কারণ চাদর গায়ে ঘুরে বেড়ানো আর রাস্তায় রাস্তায় ভাপা পিঠার দোকান শীতকে যে রূপ দেয়, তা অন্য কোথাও সম্ভব না!
৬. রিকশা রাইড – লন্ডন হোক বা টোকিও, সঙ্গীকে নিয়ে ঢাকার মতো রিকশায় ঘুরতে পারবেন সেখানে?
৭. টং-চায়ের দোকান – চা খেতে খেতে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার জন্য টং-চায়ের দোকানগুলো বাইরের দেশে পাবেন কই!
৮. মামা ডাক – সবাইকে মামা বানিয়ে আপন করে ফেলার মতো অদ্ভুত ব্যাপারস্যাপার কেবল ঢাকাতেই সম্ভব ভাই!
SHARE THIS ARTICLE
 
                             
                             
                             
                             
                            


















 SIGN IN
 SIGN IN














 
                                             
                                         
                                             
                                         
                                             
                                        

























 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                