মেয়েদের যে ৭টি কর্মকাণ্ডের কোন সঠিক ব্যাখ্যা নেই

by Maisha Farah Oishi
১৯:২৬, ২৩ জুন ২০২২
 
                    
                    মেয়েদের অনেক কাজ-কারবারের মানে নাকি ছেলেরা বুঝতে পারে না। কিন্তু এমন অনেক কিছুই মেয়েরা করে থাকে, যার সঠিক কারণটা আসলে মেয়েরা নিজেরাও অনেক সময় জানে না! এমনই কিছু অদ্ভুত ব্যাপার নিয়ে এই লিস্ট।
১. ব্রেকআপ এর পর চুলের রং আর স্টাইল পাল্টে ফেলা!
২. সবাই মিলে একসাথে ওয়াশরুমে যাওয়া।
৩. নিজের ইচ্ছাতেই চুল কেটে তারপর আবার আফসোস করা।
৪. বয়ফ্রেন্ডকে রেগে আর কল/মেসেজ দিতে মানা করার পরেও তাদের নক দেয়ার জন্য অপেক্ষা করা!
৫. পুরানো অনেক জামা-কাপড় এখন আর পরা হবে না এবং গায়ে লাগে না জেনেও ফেলে না দিয়ে স্বযত্নে রেখে দেয়া।
৬. পাত্তা পাওয়ার জন্য ঘুরঘুর করে এমন ছেলেদের পাত্তা না দিয়ে, যে ভাব দেখিয়ে ইগনোর করে তাকেই পাত্তা দেয়া!
৭. কয়েকদিন ডায়েট মেনে অনেক হিসাব করে খাওয়াদাওয়া করার পর, হুট করে একদিন বেশি খাবার খেয়ে ফেলা!
SHARE THIS ARTICLE
 
                             
                             
                             
                             
                            


















 SIGN IN
 SIGN IN














 
                                             
                                         
                                             
                                         
                                             
                                        

























 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                