যে ৮টি লক্ষন প্রমাণ করে আপনি আজ রবিবারের বড় চাচা

by Bishal Dhar
০৭:২৪, ২৩ আগস্ট ২০২২
 
                    
                    আজ রবিবার নাটকের অদ্ভুত এক চরিত্র বড় চাচা, যিনি নিজের দার্শনিক মার্কা কথাবার্তা আর উদ্ভট কাজকর্ম করে সবাইকে চমকে দিতেন। বড় চাচার এই চরিত্রটিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা প্রখ্যাত অভিনেতা আলী যাকেরের জন্মদিন আজ। জন্মদিনে তার প্রতি রইলো আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা, আর আজকে জেনে নিন কোন কোন লক্ষনগুলো থাকলে বুঝবেন বিখ্যাত এই বড়চাচা চরিত্রটি আসলে আপনার ভেতরেও বসবাস করে।
১. নিজে একটু রসিক হলেও আপনি সবসময় রসিকতা পছন্দ করেননা
২. নিজের সিদ্ধান্ত নিয়ে নিজেই অনেক মাঝেমধ্যে বলে বসেন “আমি কি তাহলে ভুল করলাম”
৩. নিজের পার্সোনাল স্পেসে কারো অনধিকার চর্চা আপনার মোটেও পছন্দ না
৪. দার্শনিক মার্কা কথাবার্তার জন্য আশপাশের মানুষ আপনাকে ব্যাপক খাতির করে
৫. মাঝেমধ্যে উদ্ভট সব কাজকারবার করে সবাইকে চমকে দেন
৬. মানুষ হিসেবে আপনি বড়ই সেন্সিটিভ
৭. নিজেকে মাঝেমধ্যে এমনভাবে লুকিয়ে ফেলেন কেউ খুজে পায়না
৮. মুখের উপর সত্য বলে দেওয়ায় আপনার জুড়ি মেলা ভার
SHARE THIS ARTICLE
 
                             
                             
                             
                             
                            


















 SIGN IN
 SIGN IN














 
                                             
                                         
                                             
                                         
                                             
                                        

























 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                