Menu
menu-icon close
  • মাইরালা

আশেপাশের সবার কাছে নিজেকে এস্থেটিক প্রমাণ করার ১০টি অব্যর্থ কৌশল

Thumbnail

by Maisha Farah Oishi

২২:৫১, ৬ মার্চ ২০২৩

আশেপাশের সবার কাছে নিজেকে এস্থেটিক প্রমাণ করার ১০টি অব্যর্থ কৌশল

চঞ্চল চৌধুরী নিজের এক বিজ্ঞাপনে বলেছিলেন “একটু চালাক না হইলে এই দুনিয়াতে টেকা খুবই কঠিন”, তবে বর্তমান সামাজিক পরিস্থিতি অনুযায়ী বলা যায়, চালাক নয় “একটু এস্থেটিক না হইলে এই দুনিয়াতে টেকা খুবই কঠিন”। তাই যারা এস্থেটিক হওয়ার তীব্র প্রচেষ্টায় আছেন কিন্তু কিছুতেই কোন কাজ হচ্ছে না, আজ তারা জেনে নিন নিজেকে এস্থেটিক প্রমাণ করার কিছু নিনজা টেকনিক!

১. হাল্কা গ্রেইন, ইউটিউব লিংক কিংবা ভারী কোন কবিতার লাইনসহ নিজের প্রোফাইল পিক দিবেন

২. কাঠগোলাপ শব্দটি শোনামাত্রই তাতে সাদার মায়া মেশানোর চেষ্টা করবেন (মেটাফোরিক্যালি)

৩. বুঝেন কিংবা না বুঝেন বিভিন্ন এস্থেটিক পেইজের পোস্ট শেয়ার করবেন

৪. মাঝেমধ্যে নীলক্ষেত থেকে কমদামে বই কিনে ফেসবুকে দামি কোনো বুকশপকে ট্যাগ করে বইয়ের ছবি পোস্ট করবেন

৫. বায়োতে অবশ্যই নিজেকে স্যাপিয়োসেক্সুয়াল হিসেবে উল্লেখ করবেন

৬. না বুঝলেও বিভিন্ন আর্ট এক্সিবিশনে যাবেন এবং চেক-ইন দিবেন

৭. বইয়ের আশেপাশে কফির কাপ, ফুল এসব দিয়ে ইন্সটা স্টোরি করবেন

৮. হুদাই মাঝেমধ্যে বিভিন্ন আর্টিস্টের ছবি লাভ রিয়্যাক্ট দিয়ে শেয়ার করবেন

৯. কেউ আগ্রহী না হলেও আড্ডায় জোর করে ফিল্ম, পলিটিক্স এসব নিয়ে কথাবার্তা বলবেন

১০. এবং বেশি বেশি পিংক ফ্লয়েড, মেঘদল, মহীনের ঘোড়াগুলির গান শেয়ার করবেন (অবশ্যই লাভ রিয়্যাক্ট দিয়ে)

SHARE THIS ARTICLE