যে ১০টি ব্যাপার শুধুমাত্র বোনদের মধ্যেই ঘটে থাকে

by Maisha Farah Oishi
২২:২৭, ১৪ নভেম্বর ২০২২
 
                    
                    ভাই-বোন এর সাথে আমাদের সম্পর্কটাই অন্যরকম থাকে। তবে দুই বোনের মধ্যে এমন কিছু ব্যাপার থাকে, সেটা যেসব মেয়েদের বোন আছে কেবল তারাই বুঝবে। বোনদের মধ্যে যেই স্পেশাল ব্যাপারগুলো থাকে তা নিয়েই আজকের তালিকা।
১. একে অন্যের জামা-কাপড়, মেকআপ, হেয়ার ব্যান্ড, শ্যাম্পু ,লোশন থেকে শুরু করে পারলে পায়ের জুতাটাও শেয়ার করা
২. শপিং এর সময় সাজেশন দেয়া, আর মনে মনে নিজেও সেটা ব্যবহার করতে পারবে ভেবে খুশি হওয়া!
৩. আত্নীয়স্ব্জন এমনকি নিজেদের বন্ধু-বান্ধবদের নিয়েও গসিপ করা
৪. উপদেশ দেয়ার বেলায় কোন ভদ্রতার বালাই না রেখে সবসময় মুখের উপর সত্যি কথা বলে দেয়া
৫. রেডি হওয়ার সময় একে অন্যকে সাজগোজ করতে আর জামা-কাপড় সিলেক্ট করতে সাহায্য করা
৬. সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবি তুলে দেয়া
৭. কথায় কথায় মতের অমিল হওয়ায় ভীষণভাবে ঝগড়া করা
৮. একজন আরেকজনের বিয়েতে কিভাবে সাজবে আর কি কি করবে তা নিয়ে নানারকম প্ল্যান করা
৯. ভয়ংকর ঝগড়া করে আবার কিছুক্ষণ পরেই খুব স্বাভাবিক হয়ে যাওয়া
১০. যেকোনো মুভি / সিরিজ একসাথে দেখা আর একসাথে হিরোর উপর ক্রাশ খাওয়া
SHARE THIS ARTICLE
 
                             
                             
                             
                             
                            


















 SIGN IN
 SIGN IN














 
                                             
                                         
                                             
                                         
                                             
                                        

























 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                