Menu
menu-icon close
  • মাইরালা

প্রায় প্রতিটা কনসার্টে যে ঘটনাগুলো ঘটবেই

Thumbnail

by Sunehra Azmee

১৫:৫৫, ১৭ মে ২০২৩

প্রায় প্রতিটা কনসার্টে যে ঘটনাগুলো ঘটবেই

প্রায় প্রতিটা কনসার্টে এমন কিছু ঘটনা ঘটেই থাকে যা সবার কাছেই রিলেটেবল। চলুন তাহলে দেখে নেয়া যাক, কনসার্টে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা আমরা সকলেই কমবেশি দেখে থাকি

১. কয়েকজন মানুষ থাকবে যারা কনসার্টের একটা গানের লিরিক্সও পারে না, শুধু ভুল-ভাল গেয়ে যায়

২. একটা লম্বা ব্যক্তি থাকবে যে স্টেজের সামনে দাঁড়িয়ে সবার ভিউ নষ্ট করে

৩. জড়িয়ে ধরা কাপল থাকেই থাকে এবং সেই কাপলদের দেখে বাকিরা ক্রিঞ্জ খায়

৪. সবার ঠ্যালাঠেলিতে শ্বাস নেয়াও মাঝেমধ্যে কঠিন হয়ে যায়

৫. ভিড়ের মধ্যে আরেকজনের বিড়ির ছ্যাকা খেতে হয়

৬. মানুষজন ভিড়ে চান্স পেয়ে শরীরের উপর উঠে যেতে থাকে 

৭. হই-হুল্লোড় করে পেছনের মানুষরা জটলা বেঁধে সামনে এসে পড়তে থাকে

SHARE THIS ARTICLE