Menu
menu-icon close

সাপ (পড়ুন এক্স) থেকে নিজেকে রক্ষা করতে যে ৮টি কাজ করা উচিত আপনার

Thumbnail

by Bishal Dhar

০১:৫৫, ৭ মার্চ ২০২৩

সাপ (পড়ুন এক্স) থেকে নিজেকে রক্ষা করতে যে ৮টি কাজ করা উচিত আপনার

আমাদের সবার জীবনেই সাপ (পড়ুন এক্স) থাকে। এই সাপেদের আমরা একটা সময় পর্যন্ত অন্ধের মত ভালোবেসে দুধ-কলা দিয়ে পুষি, কিন্তু একসময় তারা আমাদের নিয়ে ছিনিমিনি খেলে একেবেকে জীবন থেকে চলে যায়। এদের মধ্যেই কিছু কিছু সাপ আবার জীবনে নতুন করে আসার জন্য নানান প্রচেষ্টা চালায়, তাই আগেই জানিয়ে রাখি, জীবন যত ভুলই করুন না কেন, এই সাপেরা একবার জীবন থেকে চলে গেলে ভুলেও কোনোদিন আর আসতে দিবেন না। সময় থাকতে এদের থেকে রক্ষা পাওয়ার টিপসগুলো জেনে নিন, কাজে দিবে।

১. ঘরের চারপাশে কার্বলিক এসিডের মতো জীবনের চারপাশেও কার্বলিক এসিড ছড়িয়ে রাখুন

২. “আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না?” এসব ফাঁদে ভুলেও পা দিবেন না

৩. সোশ্যাল মিডিয়া থেকে তাকে পুরোপুরি ব্লক করুন

৪. মোবাইল থেকে পুরনো ছবি সব ডিলিট করে দিন

৫. তার বন্ধুবান্ধব থেকেও দূরে থাকুন

৬. টাকা পয়সা থাকলে যত বেশি সম্ভব ট্যুর দিয়ে নিজেকে সময় দিন

৭. ইমোশনাল হলে চলবে না, প্রেম জীবনে বারবার আসবে। We repeat! কোনভাবেই ইমোশনাল হবেন না

৮. “চলো না আর একটাবার দেখা করি” এসব চক্করে পড়ে একদমই গলে যাবেন না

SHARE THIS ARTICLE