Menu
menu-icon close
  • মাইরালা

স্কুল লাইফে টিচারদের যে ৭ রকমের অজুহাত আমরা সবাই দিয়েছি

Thumbnail

by Maisha Farah Oishi

১৫:৫৭, ২৩ মে ২০২৩

স্কুল লাইফে টিচারদের যে ৭ রকমের অজুহাত আমরা সবাই দিয়েছি

স্কুললাইফে টিচারদের মাইর আর বকাঝকার হাত থেকে বাঁচার জন্য কত কি না করেছি আমরা। এমন সব অজুহাত দিতাম যেগুলো এখন মনে পড়লে নিজের অজান্তেই হয়তো হেসে উঠি আমরা। মিলিয়ে দেখুনতো আপনিও এরকম অজুহাত দিতেন কি না!

১. ঘুম থেকে উঠতে না পারার কারণে স্কুল মিস দিয়ে পেটব্যথা, জ্বর এসবের বাহানা দেয়া

২. হোমওয়ার্ক করতে ভুলে গেলে, ‘হোম ওয়ার্ক ঠিকই করেছি, কিন্তু বাসায় রেখে এসেছি’ – এই অজুহাত দেয়া

৩. গার্ডিয়ান দেখা করার জন্য বললে, ‘আব্বু-আম্মু ব্যস্ত অথবা অসুস্থ’- এমন অজুহাত দেয়া

৪. চুল কেটে আসতে বললে, ‘সেলুন বন্ধ ছিল তাই কাটাতে পারিনি’- এমন বাহানা দেয়া

৫. অ্যাসেম্বলি অথবা পিটি ক্লাস বাংক দেয়ার জন্য অসুস্থতার বাহানা দেয়া

৬. ক্লাসে লেইট করে এসে, রাস্তার জ্যামের অজুহাত দেয়া

৭. দাদা-দাদী, নানা-নানি থেকে শুরু করে, বিভিন্ন ক্লোজ রিলেটিভের death এর বাহানা দেয়া

SHARE THIS ARTICLE