যে ৯টি লক্ষণ প্রমান করে আপনি একজন আগাগোড়া সবুজপ্রেমী

by Efter Ahsan
১৫:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩
 
                    
                    সবুজ প্রকৃতিকে ভালোবাসার মধ্যে যে শান্তি আছে সেই শান্তি অন্য কোথাও পাওয়া খুব কঠিন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন লক্ষণ গুলো প্রমাণ করে যে আপনি একজন সবুজ প্রকৃতি প্রেমিক
১. আপনার ঘর – বারান্দা ভর্তি শুধু গাছ গাছালি
২. শহরের আনাচে কানাচে প্রত্যেকটা নার্সারি আপনার হাতের তালুর মতো চেনা
৩. অন্যদেরকে আপনি বিভিন্ন ওকেশনে গাছ উপহার দেন
৪. পার্কে ঘুরতে যাওয়ার জন্য আপনার কোনো বাহানা লাগে না, সুযোগ পেলেই চলে যান
৫. পাহাড় বা জঙ্গল আছে এমন কোথাও ট্যুরের প্ল্যানিং হলে আপনি কোনো অবস্থাতেই তা মিস করেন না
৬. পরিষ্কার সবুজ ঘাস দেখতে পেলেই আপনি সেখানে গিয়ে আরাম করে বসে বা শুয়ে পড়েন
৭. মন খারাপ থাকলে সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকলে আপনার শান্তি লাগে
৮. গার্ডেনিংকে আপনার শখ হিসেবে ছোটবেলায় লেখা প্যারাগ্রাফের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, এখনো মন দিয়ে বাগান করেন
৯. কোথাও গাছ কাটতে দেখলেই আপনার মন খারাপ হয়ে যায়
SHARE THIS ARTICLE
 
                             
                             
                             
                             
                            


















 SIGN IN
 SIGN IN














 
                                             
                                         
                                             
                                         
                                             
                                        

























 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                