Menu
menu-icon close
  • ভাল্লাগসে

গরমে স্টাইলিশভাবে নিজেকে প্রেজেন্ট করতে দেখে নিন কিছু Summer Outfit

Thumbnail

by Sunehra Azmee

২২:৫৮, ২২ মে ২০২৩

গরমে স্টাইলিশভাবে নিজেকে প্রেজেন্ট করতে দেখে নিন কিছু Summer Outfit

এদেশের গ্রীষ্মকাল মানেই তপ্ত আগুনে ঘুরে বেড়ানো আর এই তপ্ত আগুনে যাই পরবেন তাতেই অস্বস্তি লাগা স্বাভাবিক, সেই ক্ষেত্রে ভেবেচিন্তে জামাকাপড়ের ফ্যাব্রিক বেছে নিয়ে স্টাইল করতে হবে। চলুন তাহলে দেখে নেয়া যাক, গ্রীষ্মকালের জন্য ৫ ধরনের আউটফিট যা এই তপ্ত আগুন গরমেও আপনাকে স্বস্তি এনে দিতে পারবে

১. Cotton Midi Dress - হিটওয়েভে সুতি কাপড়ের উপরে আর কোন বেটার ফ্যাব্রিক পাওয়া অসম্ভব, তাই সুতি কাপড়ের মিডি ড্রেসগুলো এই গরমকালের জন্য একদম পারফেক্ট চয়েস

1
Cotton Midi Dress
Buy Now

২. Oversized Cotton Shirt - ওভারসাইজড সুতি শার্টগুলো গ্রীষ্মকালের জন্য খুবই ভালো একটা চয়েস কারণ ওভারসাইজড জামাকাপড় দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে এবং সুতি কাপড় আঁটসাঁট ধরনের না হওয়ায় গরমকালে আপনাকে আরাম দিতে পারে

1
Oversized Cotton Shirt
Buy Now

৩. Simple Cotton Kurti - সেমি ওয়েস্টার্ন স্টাইলের জন্য সুতির কুর্তিগুলো খুবই সেরা অপশন। এই গরমে সবদিক দিয়ে কমফোর্ট নিশ্চিত করতে এর চেয়ে ভালো কিছু পাওয়া সম্ভবই না। যেরকম আরাম দিবে, ঠিক সেরকমই ফ্যাশনেবল ভাইব দিবে।

1
Simple Cotton Kurti
Buy Now

৪. Anarkali Kurti - সুতির কুর্তির মধ্যে আরও ঘের যদি খুঁজে থাকেন তবে আনারকলি কুর্তি বেস্ট অপশন। এই গরমে অনেকসময়ই ভারি কিছু পরতে ইচ্ছা করে কিন্তু গরমের কথা ভেবে পরা হয়ে উঠে না, সেজন্যই আনারকলি কুর্তিগুলো পারফেক্ট চয়েস। আপনি স্টাইলের পাশাপাশি কমফোর্টও পাবেন এবং গরম নিয়েও কোনো ঝামেলা পোহাতে হবে না।

1
Anarkali Kurti
Buy Now

৫. Linen Sleeveless Dress - গরমকালের জন্য আরেকটা বেস্ট ফ্যাব্রিক হচ্ছে লিনেন আর তার সাথে যদি স্লিভলেস হয় তাহলে তো কথাই নাই। কমফোর্ট এবং স্টাইল দুইটাই নিশ্চিত করবে লিনেন ড্রেস। 

1
Casual Sleeveless Fishtail Cotton Linen Dress

BDT 1,730

Buy Now

SHARE THIS ARTICLE