Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

যে ৯টি লক্ষণে বুঝবেন আপনি একজন আনরোমান্টিক মানুষ

Thumbnail

by Bishal Dhar

১৫:০৪, ৫ নভেম্বর ২০২২

যে ৯টি লক্ষণে বুঝবেন আপনি একজন আনরোমান্টিক মানুষ

প্রেম করছেন কিংবা বিয়ে করেছেন কিন্তু আপনি রোমান্টিক না, ব্যাপারটা অনেকটা মাংস খান কিন্তু আপনি ভেজিটেরিয়ান এমন শোনায়। পার্টনারের সাথে একটু আধটু রোমান্টিক হওয়াটা দোষের কিছু না, এতে উল্টো সম্পর্ক আর মন দুটোই ভালো থাকে। আজ জেনে নিন কিভাবে বুঝবেন আপনি একজন আনরোমান্টিক মানুষ, জেনে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন, নাহলে সামনে কিন্তু ঘোর বিপদ!

১. বাবুর সাথে ফোনে কথা বলা হলে, বাবু যখন বলে ফোন কেটে দাও তখন আপনি “না তুমি কেটে দাও” না বলে নিজেই ফোন কেটে দেন

২. অন্যরা যেখানে সেজেগুজে দেখা করে, আপনি পারলে বাসার ড্রেস পরেই দেখা করতে চলে আসেন, আর এ নিয়ে কিছু বললে উল্টো বলে দেন “আমি এমনই”

৩. আপনার কাছে উইকেন্ডের সকালে দেখা করার চেয়ে ঘুম অনেক বেশি জরুরি

৪. অন্যরা যেখানে বলে “তোমাকে ছাড়া বাঁচবো না”, আপনি বলেন “কি খাব ঠিকই করতে পারি না, ধুর যাবই না”

৫. পার্টনারকে আপনি কোন নিকনেমে ডাকেন না এবং আপনাকেও কোন নিকনেমে ডাকতে একদম কঠোর নিষেধ করে দিয়েছেন

৬. পার্টনার রেগেমেগে আগুন হয়ে গেলেও আপনি তার রাগ ভাঙ্গানোর জন্য কিছুই করেন না

৭. একসাথে বসে সিনেমা দেখা কিংবা কোথাও ঘুরতে যাওয়ার চেয়ে একসাথে বসে নিজেদের ক্যারিয়ার আর বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করাটা আপনার বেশি পছন্দ

৮. অনেকদিন পর দেখা সাক্ষাত হলেও আপনার মধ্যে কোন উচ্ছ্বাস কাজ করে না

৯. বিশেষ দিবসে ফুল কিনে টাকা খরচ করার বদলে আপনি দরকারি কিছু কিনে গিফট দেন, যা দেখে পার্টনার যায় ক্ষেপে

SHARE THIS ARTICLE