Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

উঠতে বসতে যারা চা-চা করে, তাদের জীবন থেকে নেয়া ৮টি ঘটনা

Thumbnail

by Fariha Rahman

১৩:২২, ৪ জুন ২০২৩

উঠতে বসতে যারা চা-চা করে, তাদের জীবন থেকে নেয়া ৮টি ঘটনা

আপনার শরীরে কি রক্তের চেয়ে চা বেশি? আপনি কি ঘুমিয়েও চায়ের স্বপ্ন দেখেন? চা ছাড়া একটি জীবন কি আপনার কাছে অকল্পনীয়? তাহলে আজকের এই তালিকা আপনার জীবন থেকেই নেয়া। এই ঘটনাগুলোর সাথে আপনি অবশ্যই রিলেট করতে পারবেন!

১. চা না খেতে পারা পর্যন্ত সকাল শুরু হয়েছে মনেই হয় না

২. আপনি আপনার বিভিন্ন মুডের উপর ডিপেন্ড করে বিভিন্ন ফ্লেভারের চা খান

৩. সকালে শুধু এক কাপ না, দুপুর শুরু হওয়ার আগেই বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে আপনার ২/৩ কাপ চা খাওয়া হয়ে যায়!

৪. অনেক বেশি চা খাওয়া হয় বলে অনেক বেশি বাথরুম ব্রেকও আপনার নেয়া লাগে

৫. কারো বাসায় বেড়াতে গিয়ে, তাদের বানানো চায়ে যে রং এবং টেস্ট, তা দিয়েই আপনি তাদের জাজ করেন

৬. আপনার চায়ের সাথে একটা আত্মিক সম্পর্ক আছে, খাওয়ার সাথে সাথে আপনার নিজেকে কিছুটা সুপারহিরোর মতো মনে হওয়া শুরু হয়

৭. নাচ, গান, অভিনয় যেখানে অন্যদের ট্যালেন্ট সেখানে আপনার আপনার স্পেশাল ট্যালেন্ট হলো চা খাওয়া

৮. রাতে ডিনারের পরও এক কাপ চা না খেলে আপনার মনে হয় দিনটাই যেন অসম্পূর্ণ রয়ে গেল

SHARE THIS ARTICLE