Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ৮টি পরিস্থিতিতে বাসার বুয়াকেই জীবনের একমাত্র শত্রু মনে হয়

Thumbnail

by Maisha Farah Oishi

২০:১৩, ১১ মার্চ ২০২৩

যে ৮টি পরিস্থিতিতে বাসার বুয়াকেই জীবনের একমাত্র শত্রু মনে হয়

বাসার বুয়ারা কিন্তু আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে। তাদের ছাড়া আমাদের জীবন অনেকটাই অচল আবার তাদের জন্য যন্ত্রণাও কম পোহাতে হয় না। এমন অনেক পরিস্থিতি আছে যখন মনে হয় এই বুয়ারাই আমাদের জীবনের আসল শত্রু। এমন কিছু পরিস্থিতি নিয়েই আজকের এই লিস্ট:

১. গরমকালে সকালের আরামের ঘুমের সময় যখন বুয়া ফ্যান বন্ধ করে চলে যায়।

২. ওয়াশরুমের ভীষণ চাপের সময় যখন দেখেন বুয়া আপনার বাথরুমে কাপড় কাঁচছে।

৩. যেদিন বাসায় অনেক মেহমান আসে ওইদিনই যখন বুয়া কাজে আসে না।

৪. যখন মনে হয় আপনার মায়ের কাছে আপনার চেয়ে বুয়ার প্রাধান্যই বেশি!

৫. যখন আপনাদের বাসার যেকোন ঘটনা বুয়া জানতে পারলেই পুরো মহ্ল্লার কানে চলে যায়।

৬. যখন আপনার অনেক বছর পুরানো পছন্দের কোন কাপড় বুয়া ঘর মুছার ত্যানা বানিয়ে ফেলে!

৭. কাপড় ধুতে গিয়ে যখন আপনার কাপড়ে রং লাগিয়ে ফেলে।

৮. বুয়া না আসলে যখন মায়ের চিল্লাচিল্লি আর ঘরের সবাইকে কাজে সাহায্য না করার জন্য বকাবকি শুরু হয়ে যায়!

SHARE THIS ARTICLE