Menu
menu-icon close

মিমাররা প্রায়ই যে ৬টি অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়

Thumbnail

by Fariha Rahman

১৬:০৩, ৭ নভেম্বর ২০২২

মিমাররা প্রায়ই যে ৬টি অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়

আপনি কি একজন খাঁটি মিমার। যে কিনা দিনে খায় ৩ বেলা আর মিম বানায় ৫ বেলা? তাহলে ভাই এই ঘটনাগুলো আপনার জীবন থেকেই নেয়া।

১. মিমারদের মাথায় কোনো মিম আইডিয়া আসলে তা না বানানো পর্যন্ত তারা একদমই শান্তি পায় না

২. অনেক কষ্ট করে মিম বানানোর পর যখন সেই মিমে কেউ লাইক দেয় তখন তাকে ভার্চুয়ালি গুলি করে দিতে মন চায়

৩. “দোস্ত টেমপ্লেট দে!” সময় অসময়ে বন্ধুদের এমন জ্বালাময়ী হেল্পের সম্মুখীন হতে হয়

৪. মিমাররা সারাক্ষন মিম শেয়ার করে বলে, অন্যরা তাদের সত্যিকারের ফিলিংসগুলো বুঝতেই পারে না

৫. যারা মিম বুঝে না এবং পছন্দ করে না তাদের সাথে মিমাররা প্রেমও করতে পারে না

৬. না চাইলেও নতুন সব ট্রেন্ড মিমারদের ফলো করতে হয়! নাহলে মিম বানাবে কিভাবে?

SHARE THIS ARTICLE