Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

সদ্য বিবাহিতরা সোশ্যাল মিডিয়ায় যে ৮ ধরনের পোস্ট দিবেই

Thumbnail

by Maisha Farah Oishi

১৫:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৩

সদ্য বিবাহিতরা সোশ্যাল মিডিয়ায় যে ৮ ধরনের পোস্ট দিবেই

আজকাল সবাই বিয়ের সময় সোশ্যাল মিডিয়ায় নানারকম আপডেট দিতে দিতে একদম নিজের এবং অন্যান্যদের অবস্থা কাহিল করে ফেলে। তাই এমন ধরনের কিছু পোস্ট যেগুলো কোন নতুন বিবাহিত মানুষের প্রোফাইলে দেখা যাবেই তা নিয়ে আজকের লিস্ট।

১. প্রথম কাজই হলো রিলেশনশিপ স্ট্যাটাস Got Married দিয়ে বিবাহিত জীবনে পা রাখা।

২. বিয়ের পরদিনই Best Husband/Wife Ever লিখে ছবি পোস্ট করা!

৩. বউ যখন যা-ই রান্না করুক, সেটার ছবি পোস্ট করা বা স্টোরিতে দেয়া

৪. প্রোফাইলে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি পোস্ট/স্টোরি করতে করতে ফেসবুক গরম করে ফেলা

৫. জীবনে এর চেয়ে বড় আনন্দ আর সুখের কিছু নেই তা সবাইকে জানিয়ে প্রতিদিন নিয়ম করে দুই বেলা পোস্ট দেয়া

৬. দাওয়াত আর হানিমুনে ঘুরতে যাওয়ার ছবি দেয়া তো একদম মাস্ট!

৭. এমনকি মাঝরাতেও রুমে বসে সেলফি পোস্ট করা

৮. শ্বশুরবাড়ির মানুষদের সাথে ফ্যামিলি ছবি পোস্ট করা

SHARE THIS ARTICLE