Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

অফিসে নিজেকে ব্যস্ত দেখানোর ১০টি নিঞ্জা টেকনিক

Thumbnail

by Fariha Rahman

১৫:১৫, ২ মার্চ ২০২৩

অফিসে নিজেকে ব্যস্ত দেখানোর ১০টি নিঞ্জা টেকনিক

অফিসের বোরিং টাইম কাটাচ্ছেন? অনেক ঘুম পাচ্ছে? কিন্তু আপনি চান যে সবাই ভাবুক আপনি অনেক ব্যস্ত? তাহলে Don’t worry আমরা আপনার কথা চিন্তা করে আপনাকে দিচ্ছি অফিসে নিজেকে ব্যস্ত প্রমান করার ১০টি সুপার নিঞ্জা টেকনিক!

১. আপনার ডেস্কের অবস্থা সবসময় বেহাল রাখুন, দেখেই যেন মনে হয় এইখানে ৩য় বিশ্বযুদ্ধের নীলনকশা সমাধান করা হচ্ছে

২. Email! সারাক্ষন Email লিখছেন, পাঠাচ্ছেন, পড়ছেন এমন অবস্থায় থাকুন অথবা ডেস্কটপে এরকম একটা ট্যাব খুলে রাখুন।

৩. অন্যরা একসাথে লাঞ্চ করতে বসলেও আপনি আপনার ডেস্কে বসেই লাঞ্চ করুন, তাও আবার একটু দেরি করে। Dedication level: 99999999!

৪. নিজেকে বিরাট এক অভিনেতা ভাবুন, যে অনেক ব্যস্ত এবং চিন্তিত, কলিগদের সাথে অপ্রয়োজনীয় গপ্পো সপ্পো এড়িয়ে চলুন

৫. কানে হেডফোন দিয়ে গভীর মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকুন

৬. আপনার ডেস্কে ৪/৫ টা নোটবুক এবং দেয়াল, টেবিল, চেয়ার যেখানেই পারেন স্টিকি নোট লাগিয়ে ভরে রাখুন

৭. কম্পিউটার, ল্যাপটপে ১০/১২টা ট্যাব সবসময় খোলা রাখুন! তবে…. সাবধান ফেইসবুক/ইউটিউব যেন ভুলেও খোলা না থাকে!

৮. একটু পর পর ফোনে কথা বলার ভান করুন

৯. আপনি যেখানেই যান না কেন সাথে অনেক কাগজ, খাতা ইত্যাদি নিয়ে যাবেন। এমনকি বাথরুমেও

১০. আর সবচেয়ে Important পয়েন্ট- Microsoft Excel সবসময় খোলা রাখুন, এটা দেখে সবাই ভাবতে বাধ্য যে আপনি একজন ওস্তাদ!

SHARE THIS ARTICLE