Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম
  • ভাল্লাগসে

বয়স ২৫ হয়ে গেলে যে ১০টি বিষয় জীবনের অংশ হয়ে যাবে

Thumbnail

by Bishal Dhar

২৩:৪৫, ১ মার্চ ২০২৩

বয়স ২৫ হয়ে গেলে যে ১০টি বিষয় জীবনের অংশ হয়ে যাবে

যদি আমাদের দেশের মানুষের গড় আয়ু বিবেচনা করি, তাহলে বয়স ২৫ হয়ে যাওয়া মানে আপনার জীবনের এক তৃতীয়াংশ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর এই সময়টা এমন যে মনে হয় মাত্র কিছুদিন আগেই ২০ বছর বয়সটা রেখে এলাম আর মাত্র কিছুদিন পরেই আবার ৩০ এর কোটায় পৌঁছে যাব? এই দোলাচলের মধ্যে থাকতে থাকতে অনেকগুলো বিষয় জীবনের অংশ হয়ে যায়, আজ সেগুলো নিয়েই কথা বলবো!

১. বিয়ে না করে থাকলে আশপাশ থেকে বিয়ে করার জন্য প্যারা দিবে

২. “চুল পড়া”এর থেকে বড় দুঃস্বপ্ন আর কিছু হতে পারে না

৩. আপনার এখন একা থাকতেই ভালো লাগে

৪. হইহুল্লোড় না, একসাথে বসে ৩/৪ জন বন্ধু মিলে আড্ডা দিতেই ভালো লাগে

৫. “ব্যাকপেইন” আরেক দুঃস্বপ্নের নাম

৬. খাওয়া দাওয়ার সময় এখন একটু চিন্তা ভাবনা করে খেতে হয়

৭. ছুটির দিন মানে এখন সারাদিন ঘুমানোর দিন

৮. বাজারে গিয়ে কেনাকাটা করতে এখন আর খুব একটা বিরক্ত লাগে না

৯. চাকরি-বাকরিতে না ঢুকলে বাসায় রোজ বাবার কাছে শুনতে হবে “কি করবে কিছু ভাবলে?”

১০. আর মাত্র ৫ বছর পরেই আপনার বয়স ৩০ হয়ে যাবে ভাবলেই ঘুম হারাম হয়ে যায়

SHARE THIS ARTICLE