Menu
menu-icon close
  • মাইরালা

সকালের আরামের ঘুম হারাম হয় যে ৮টি কারণে

Thumbnail

by Fariha Rahman

২৩:০২, ৩০ সেপ্টেম্বর ২০২২

সকালের আরামের ঘুম হারাম হয় যে ৮টি কারণে

আমার কাছে ঘুম হলো ভালোবাসার মতো। কিছুতেই মন ভরে না, ঘুরে ফিরে সারাদিনই ঘুমাতে বড্ড ভালোলাগে আমার। তবে মাঝে মাঝে এমন কিছু কান্ড ঘটে, যা দেখে মনে হয় যেন সবাই আমার আরামের ঘুম হারাম করার জন্য উঠে পড়ে লেগেছে। সেসব নিয়েই আজকের তালিকা। মিলিয়ে দেখুন তো, আপনারও একই অবস্থা কিনা।

১. যখন আম্মু ইচ্ছা করে ঘন্টা খানেক আগে থেকেই দেরি হয়ে গেছে বলে মিথ্যা ফাঁদ পেতে রাখে

২. যখন ঘুমের মাঝে হঠাৎ পায়ের রগে টান পড়ে

৩. গরমকালে যখন বাসার বুয়া ফ্যান অফ করে দিয়ে চলে যায়

৪. হটাৎ যখন ঘুমের মাঝে তেলাপোকা উড়ে এসে গায়ে পড়ে

৫. যখন কোনো হকার বা ফেরিওয়ালা এসে ডাকাডাকি শুরু করে

৬. যখন জানালা দিয়ে সরাসরি সূর্যের আলো এসে চোখে পড়ে

৭. যখন একটা মশা কানের কাছে এসে একটু পর পর ভনভন করে

৮. যখন ঘুমের মাঝে বিকট শব্দে ফোন/কলিং বেল বেজে উঠে

SHARE THIS ARTICLE