Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ৭টি কারণে কতিপয় পার্টি এবং হ্যাংআউটে আপনার ডাক পড়ে না

Thumbnail

by Efter Ahsan

১৬:০০, ৩০ নভেম্বর ২০২২

যে ৭টি কারণে কতিপয় পার্টি এবং হ্যাংআউটে আপনার ডাক পড়ে না

আমাদের মনের মধ্যে জমে থাকা অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা হলো – “অমুক পার্টিতে/ হ্যাংআউটে আমাকে ডাকলো না কেন?” আসলে আপনাকে পার্টিতে ডাকতেই হবে এরকম কোন কারণ নেই, কারো কাছ থেকে এটা এক্সপেক্ট করাও ভুল। তাছাড়া আপনাকে ইনভাইট না করার পেছনে অন্য কারণও দায়ী থাকতে পারে। চলুন আজ কিছু রিয়েলিটি চেক হয়ে যাক

১. The Fault In Your Vibe – আপনার বন্ধুবান্ধবেরা আপনার কাছ থেকে পার্টি করার কিংবা হ্যাংআউটে যাওয়ার ভাইবটাই পায় না

২. 500 Days of Excuses – আপনি আলতু-ফালতু এক্সকিউজ দিয়ে বিভিন্ন পার্টি কিংবা গেট টুগেদার এত বেশি পরিমানে ডিচ করেছেন যে, আপনাকে ইনভাইট করার কথা তাদের মাথায় আর আসে না!

৩. The Parents Trap – আপনাকে কোথাও নিয়ে গেলে আপনার বাবা-মায়ের কাছে জবাবদিহিতা করতে করতেই অনেকের অবস্থা খারাপ হয়ে যায়

৪. They Know What You Did Last Time – বিগত কোনো পার্টি কিংবা হ্যাংআউটে আপনার কোন আচরণ বা কাজে হয়তো তাদের কাছে মনে হয়েছে, আপনাকে পরবর্তীতে না ডাকাই ভালো

৫. You Are Out of Their League – তাদের কাছে কোনো এক পর্যায়ে মনে হয়েছে যে, আপনি তাদের সার্কেলে খুব একটা belong করেন না

৬. They’re Just Not That Into You – আসলে তারা আপনাকে অতটা লাইক করে না কিংবা ইম্পর্ট্যান্স দেয় না, যতটা আপনি তাদের কাছ থেকে এক্সপেক্ট করেন

৭. The Silver Lining – অনেক সময় আপনাকে ইনভাইট করা হয় না আপনাকে প্রোটেক্ট করার জন্যই। হয়তো সেখানে বিশেষ কারো উপস্থিতি আপনার মুডটাই নষ্ট করে দিতে পারে

SHARE THIS ARTICLE

Trending NOW