Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

প্রতিবছর একুশে ফেব্রুয়ারি এলেই ছোটবেলার যে স্মৃতিগুলো মনে পড়ে যায়

Thumbnail

by Efter Ahsan

০৫:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২৩

প্রতিবছর একুশে ফেব্রুয়ারি এলেই ছোটবেলার যে স্মৃতিগুলো মনে পড়ে যায়

দেশের যেখানেই আমরা বেড়ে উঠি না কেন, একুশে ফেব্রুয়ারি নিয়ে আমাদের সবারই কোনো না কোনো স্মৃতি আছেই। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে ব্যস্ততা থাকুক কিংবা অবসর, ছোটবেলার সেই স্মৃতিগুলোই যেন মনের মাঝে এসে ভীড় করে।

১. ভোর বেলায় উঠেই প্রভাতফেরিতে যাওয়ার জন্য রেডি হওয়া

২. শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বন্ধুদের নিয়ে সুন্দর সুন্দর ফুল সংগ্রহ করা

৩. পুষ্পস্তবক বানানোর সময় বড়দেরকে যতটুকু সম্ভব সাহায্য করা

৪. এলাকায় আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাওয়া

৫. শহীদ দিবস উপলক্ষে স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া

৬. আব্বু-আম্মুর সাথে একুশে বইমেলায় যাওয়া এবং পছন্দের লেখকের দেখা পাওয়া

৭. টিভিতে, মাইকে কিংবা যেকোনো জায়গাতে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সাথে গলা মিলিয়ে গান গাওয়া

SHARE THIS ARTICLE