Menu
menu-icon close
  • মাইরালা

ছোট ভাই/বোনেরা যে ৭টি কারণে বকা খাওয়া থেকে বেঁচে যায়

Thumbnail

by Efter Ahsan

১৫:৩৭, ১৩ ডিসেম্বর ২০২২

ছোট ভাই/বোনেরা যে ৭টি কারণে বকা খাওয়া থেকে বেঁচে যায়

ছোট ভাইবোনেরা দুষ্টামি করবে, আপনার পছন্দের জিনিস নষ্ট করবে কিংবা ভেঙে ফেলবে- এসবই খুব নর্মাল ব্যাপার। কিন্তু যে বিষয়টা নর্মাল না সেটা হলো, তাদেরকে ইচ্ছামতো বকুনি দিতে না পারা! দেখা যায় যে, তাদের উপর প্রচণ্ড মেজাজ খারাপ থাকা সত্বেও, মনের খায়েশ মিটিয়ে একটা ধমকও দেওয়া হয়ে উঠে না

১. Cuteness – ভীষণ রেগে গেলেও, ওদের কিউট চেহারা দেখে আর বকাঝকা করতে মন চায় না

২. Overreaction – সামান্য ধমক দিলেও ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বাড়ি মাথায় তুলে ফেলে

৩. Parents Shelter – ভুল করার পর এক দৌড় দিয়ে আব্বু-আম্মুর কাছে আশ্রয় নেয়

৪. Immaturity – ওদের বয়স কম, ভুলত্রুটি তো করবেই – এই চিন্তা থেকেই আর রাগারাগি করা হয় না

৫. Apology – অনেকে ভুল করার সাথে সাথেই কিংবা সময় নিয়ে একদম মন থেকে “স‍্যরি” বলে। তখন কি আর কিছু বলা যায়?

৬. Pointless – কিছু কিছু ব্যাপারে ধমক দিয়েও আসলে লাভ নেই, ছোট মানুষেরা ওইটুকু দুষ্টামি করবেই

৭. Affection – আর যাই হোক, ভাই/বোনটা তো নিজেরই! এই ভালোবাসা থেকেই বেশি বকাঝকা করা হয়ে উঠে না

SHARE THIS ARTICLE