Menu
menu-icon close
  • ভাল্লাগসে

বানান নিয়ে সিরিয়াস একজন বন্ধু থাকলে লাইফে যে ৭টি প্যারা খেতে হয়

Thumbnail

by Bishal Dhar

১৮:০১, ৫ নভেম্বর ২০২২

বানান নিয়ে সিরিয়াস একজন বন্ধু থাকলে লাইফে যে ৭টি প্যারা খেতে হয়

আপনি আপনার বন্ধুকে কোন একটা দরকারে টেক্সট পাঠালেন, সে উত্তরে যদি আপনার সমস্যা নিয়ে কথা না বলে উল্টো আপনার পাঠানো টেক্সটের বানান ভুল ধরিয়ে দেয়, তবে কেমন লাগবে? গ্রামার আর বানান নিয়ে এমন সিরিয়াস কাঞ্চন ফ্রেন্ড আমাদের অনেকেরই রয়েছে এবং তারা থাকাতে যেসব প্যারাগুলো আমাদের খেতে হয় সেগুলোই আজ তুলে ধরেছি।

১. তাদের কোন টেক্সট পাঠানোর আগে আপনি কয়েকবার ভালোমতো চেক করেন, কারণ তারা টেক্সটের বানান ভুল নিয়ে ব্যাপক প্যারা দেয়

২. তাদের সাথে কোথাও খেতে গেলে, প্রথম যে কাজটি তারা করে, সেটি হচ্ছে মেন্যু কিংবা রেস্টুরেন্টের কোথাও কোন ভুল বানান আছে কিনা, খুটিয়ে খুটিয়ে সেগুলো বের করে

৩. ur, lyf এই ধরণের সংকর জাতের শব্দে তাদের বিশেষ ধরণের এলার্জি রয়েছে এবং এগুলো নিমিষেই তাদের মাথা গরম করে দেয়

৪. বানানের ঝামেলা তো বুঝলাম, অনেকসময় গ্রামারের ভুল নিয়েও তারা একগাদা লেকচার শুনিয়ে দেয়

৫. অন্যদের ভুল ধরাটা তাদের পৈশাচিক আনন্দ দেয়

৬. বড় কোন পত্রিকা বা ম্যাগাজিনের ভুল বের করাটাকে তারা নিজের জীবনের বিশেষ অর্জন বলে মনে করে

৭. মাঝেমধ্যে তাদের সাথে এই বিষয় নিয়ে তর্ক সিরিয়াস লেভেলে চলে যায়

SHARE THIS ARTICLE