Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ৭টি সময়ে পার্টনারের কাছ থেকে অ্যাটেনশন না চাওয়াই উত্তম

Thumbnail

by Efter Ahsan

১৮:১৪, ১৭ অক্টোবর ২০২২

যে ৭টি সময়ে পার্টনারের কাছ থেকে অ্যাটেনশন না চাওয়াই উত্তম

পার্টনার হিসেবে আপনি আপনার পার্টনারের অ্যাটেনশন চাইবেন না তো কার কাছে চাইবেন? অ্যান্ড ইটস ওকে। কিন্তু এই অধিকার থাকা সত্বেও কিছু কিছু সময়ে পার্টনারের কাছে অ্যাটেনশন চাইতে নেই। দেখা যায় যে বেছে বেছে এই সময়গুলোতে অ্যাটেনশন না দেওয়ার কারণেই কাপলদের মাঝে ছোট খাটো ঝগড়া লেগে যায়। কি দরকার ঝামেলার বলুন? সুতরাং, মনমালিন্য হওয়ার আগেই আপনি যেন পরিস্থিতিগুলো বুঝতে পারেন তাই আপনার জন্য আজকের আয়োজন।

১. যখন আপনার পার্টনার তার প্রিয় দলের খেলা দেখা নিয়ে ব্যস্ত

২. যখন সারাদিন পর সে তার ফ্যামিলি কিংবা Pet কে অ্যাটেনশন দেওয়া নিয়ে ব্যস্ত

৩. যখন আপনার পার্টনার গুরুত্বপূর্ন বিষয়ে দীর্ঘ ফোনালাপে ব্যস্ত

৪. যখন সে বহু বছর পর দেখা হওয়া বন্ধুর সাথে Catch up করায় ব্যস্ত

৫. যখন সে তার প্যাশন নিয়ে অন্যদের সাথে কাজ বা কথা বলা নিয়ে ব্যস্ত

৬. যখন পার্টনার হঠাৎ করে জরুরি কাজ এসে যাওয়ায় সেই কাজ নিয়ে ব্যস্ত

৭. যখন সম্পর্ক রক্ষার জন্য বা ভদ্রতার খাতিরে সে অন্যদেরকে অ্যাটেনশন দিতে ব্যস্ত

SHARE THIS ARTICLE