Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম
  • ভাল্লাগসে

রোজার শেষ কয়েকটি দিন থেকে ঈদের আমেজ শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটে

Thumbnail

by Bishal Dhar

১৭:৩৩, ১৭ এপ্রিল ২০২৩

রোজার শেষ কয়েকটি দিন থেকে ঈদের আমেজ শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটে

মোটামুটি ২০ রোজার পর থেকেই আমাদের মধ্যে ঈদের আমেজ শুরু হয়ে যায় এবং সেই আমেজ গিয়ে শেষ হয় ঈদের ছুটির একদম শেষ দিনে। আজকে এই পুরো ব্যাপারটিকেই দেখে নিন GIF এর মধ্যে

১. ২০ রোজার পর থেকেই শুরু হয়ে যায় উরাধুরা শপিং

২. এরপর ২৫ রোজা চলে আসলেই শুরু হয় গ্রামে যাওয়ার টিকেট কাটার যুদ্ধ

৩. ফাইনালি চলে আসে সেই কাঙ্ক্ষিত চাঁদরাত, ঈদের কনফারমেশন পাওয়ার পরপরই শুরু হয় ফুর্তি

৪. টিভিতে বাজতে থাকে “রমজানের ঐ রোজার শেষে” আর বন্ধুরা নেমে আসে রাস্তায়

৫. ঈদের সকালে নামাজ পড়ার পর শুরু হয় ঈদের কোলাকুলি

৬. তারপর বাসায় এসেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়া

৭. প্রথম দিনটা নিজের মতো করে পরিবারের সাথে সময় কাটানো এবং ঘুমানো

৮. দ্বিতীয় দিন থেকে শুরু হয় বন্ধুদের সাথে আড্ডা

৯. এর সাথে আত্মীয়স্বজনদের বাসায় দাওয়াত এবং ঘুরতে যাওয়া তো আছেই

১০. অবশেষে দেখতে দেখতে চলে আসে ঈদের ছুটির শেষ দিন এবং শুরু হয় কান্নাকাটি 

SHARE THIS ARTICLE