পার্টনারের সাথে শপিংয়ে গেলে প্রতিটি ছেলেকেই যে প্যারাগুলো খেতে হয়

by Bishal Dhar
১১:২০, ৩০ ডিসেম্বর ২০২২
 
                    
                    নিজের গফ বা বউয়ের সাথে শপিংয়ে যাওয়াটা ছেলেদের জন্য এক প্রকার বিভীষিকার মত। শপিংয়ে গিয়ে মেয়েরা যতটা ধৈর্যশীল, ছেলেরা ততটাই অধৈর্য হয়ে যায়। বারবার ঘড়ি দেখিয়ে নিজের সঙ্গীকে ব্যতিব্যস্ত করে তুললেও এই শপিংয়ের ম্যারাথন থেকে ছেলেদের সহজে রক্ষা নেই।
১. এক দোকান থেকে না কিনে, আলাদা আলাদা দোকান থেকে সব জিনিস কেনার মানেটাই আপনি বুঝেন না!
২. না কিনলেও পুরো শপিংমল ঘুরে দেখার মধ্যে কি আছে, সেটাও আপনি কখনোই বুঝে উঠতে পারেন না
৩. কেনাকাটার পর ব্যাগের বোঝাটা আপনাকেই বইতে হয়
৪. ঘন্টাখানেক হেঁটেও এদের টায়ার্ড কেন লাগে না, আপনি জানেন না
৫. আপনার কাছে সব ডিজাইন বা কালার এক মনে হলেও, উনাদের কাছে সূক্ষ্ম ডিটেইলও অনেক কিছু
৬. বিরক্ত হয়ে আপনি “আরে হইসে দিয়ে দাও” বললেও, উনারা দোকানদারের সাথে দাম নিয়ে যুদ্ধ করবেই
৭. চোখের সামনে দোকান থাকার পরেও আপনার পার্টনার দূরের দোকানেই যাবে
৮. এতক্ষন ধরে শপিং করেও, বাসায় এসে বলবে সাইজে হয়না, রং টা ভালো লাগছেনা
SHARE THIS ARTICLE
 
                             
                             
                             
                             
                            


















 SIGN IN
 SIGN IN














 
                                             
                                         
                                             
                                         
                                             
                                        

























 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                