Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

বৃষ্টির দিনের সুখ-দুঃখগুলো আজ জেনে নিন জিফের মাধ্যমে

Thumbnail

by Bishal Dhar

১৮:২৯, ২৩ মে ২০২৩

বৃষ্টির দিনের সুখ-দুঃখগুলো আজ জেনে নিন জিফের মাধ্যমে

বৃষ্টির দিনে বাসায় থাকলে সেটি যথেষ্ট আরামের, কারণ তখন বাইরের কাঁদাপানির সাথে যুদ্ধ করতে হয় না, কিন্তু কাজের জন্য বৃষ্টির দিনে বের হতে হলে তখন আমাদের জীবন হয়ে যায় নরকের মত। আজ বৃষ্টির দিনের এমনই কিছু সুখ-দুঃখকে জিফের মাধ্যমে একটু ভাগাভাগি করে নিলাম আপনাদের সাথে।

১. বাসা থেকে জরুরি কাজের জন্য বের হওয়ার মুহূর্তেই যখন বৃষ্টি নামে

২. যখন জানতে পারেন বৃষ্টির জন্য আজ ক্লাস ক্যান্সেল হয়েছে

৩. প্রচন্ড বৃষ্টির মাঝে যখন অনেকক্ষণ জ্যামে আটকে থাকতে হয়

৪. বৃষ্টির জন্য বাসায় যখন খিচুড়ি রান্না করা হয়

৫. বৃষ্টির জন্য যখন এলাকা নদী হয়ে যায়, আর সেই নদী পার হয়ে অফিস যেতে হয়

৬. বৃষ্টির জন্য ঘন্টাখানেক ইলেক্ট্রিসিটি-ওয়াইফাই গায়েব হয়ে গেলে

৭. উইকেন্ডের সকালে বৃষ্টি হলে, কারণ সেদিন আরামে ঘুমানো যায়

৮. বৃষ্টি আর জ্যাম মিলিয়ে অতিষ্ঠ হয়ে যখন সোশ্যাল মিডিয়ায় কারো রাবীন্দ্রিক স্ট্যাটাস দেখি

SHARE THIS ARTICLE