Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

৭টি পয়েন্টে দেখে নিন আমাদের কোরবানি ঈদনামা

Thumbnail

by Bishal Dhar

১০:৫৩, ২২ জুন ২০২৩

৭টি পয়েন্টে দেখে নিন আমাদের কোরবানি ঈদনামা

বছরে দুটো ঈদই আসে আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে, তবে কোরবানি ঈদের আমেজ আর মজাটা কিছুটা ভিন্ন। আজকের আয়োজন সেই কোরবানি ঈদকে নিয়েই, জিফে জিফে আজ মিলিয়ে নিন আমাদের কোরবানি ঈদনামা

১. ঈদের আমেজের শুরুটা হয় হাটে ঘোরাঘুরির মধ্যে দিয়ে, গরু কেনার বহু আগে থেকেই দলবল মিলে গরু দেখাটা একপ্রকার ঐতিহ্যের মতোই আমাদের জন্য

২. এরপর গরু কেনা হয়ে গেলে তাকে বাড়িতে নিয়ে আসাটাও আরেক প্রকার যুদ্ধ, এক তো গরু সামলানো, আরেকদিকে মানুষকে দাম বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যায়

৩. নিজের পাশাপাশি বন্ধুদের গরু কেনাতেও যেতে হয় অনেক সময়

৪. ঈদের দিন সকালে নামাজের পর শুরু হয় গরু কাটাকুটির ব্যস্ততা

৫. এরপর আত্মীয়স্বজনদের বাসায় মাংস বিলানো শেষ করে, নিজের বাড়িতে শুরু হয় গরুর মাংসের কয়েকদিনব্যাপী উৎসব

৬. ঈদের দিন এবং তার পরের কয়েকদিন গরুর মাংস খেয়ে আনন্দেই দিন কেটে যায়

৭. তবে ৫/৬ দিন চলে যাওয়ার পর শুরু হয় স্ট্রাগল কারণ, আর কত খাওয়া যায় মাংস, তখন শাকসবজি আর মাছের দিকে মন যেতে শুরু করে আস্তে আস্তে

SHARE THIS ARTICLE