Menu
menu-icon close

যাদের সারাক্ষণ শুধু খিদে পায়, তারাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

Thumbnail

by Maisha Farah Oishi

১০:৫৪, ৩ অক্টোবর ২০২২

যাদের সারাক্ষণ শুধু খিদে পায়, তারাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

যারা খেতে খুব ভালোবাসে আর আর সবসময় খাওয়ার জন্য প্রস্তুত থাকে, তাদের জন্য আজকের এই লিস্ট এক্কেবারে রিলেটেবল।

১. আপনার মাথায় সারাক্ষণ ‘একটু পরে কি খাবেন’ সেই চিন্তা ঘুরঘুর করতে থাকে

২. বাসায় থাকলে আপনি শুধু ফ্রিজ আর রান্নাঘরের আশেপাশে ঘুরতে থাকেন

৩. কেউ আপনাকে খাবার সাধলে কখনোই মানা করতে পারেন না

৪. মুভি-সিরিজ যাই দেখেন না কেন, সাথে কোন খাবার না থাকলে আপনার জমেই না

৫. একটু পরপর আপনি কিভাবে এত খেতে পারেন, এমন প্রশ্ন শুনলেই আপনার মেজাজটা বিগড়ে যায়

৬. ভরপেট খাওয়ার পরেও ডেজার্টের জন্য আপনার পেটে সবসময় ঠিকই জায়গা থাকে

৭. যারা টানা অনেকক্ষণ না খেয়ে থাকে অথবা খাবার সাধলেও খেতে চায় না তাদেরকে আপনার এলিয়েন মনে হয়!

৮. কিছুক্ষণ পরপর এটা-সেটা না খেলে আপনার মুডটাও কেমন যেন খারাপ হয়ে যায়

SHARE THIS ARTICLE

Trending NOW