Menu
menu-icon close
  • ভাল্লাগসে

সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশি বাবা-মায়েরা যে ১০টি কাজ করবেই করবে

Thumbnail

by Bishal Dhar

১১:০৫, ৮ অক্টোবর ২০২২

সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশি বাবা-মায়েরা যে ১০টি কাজ করবেই করবে

একটা সময় ছিলো যখন ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বাবা-মায়েরা ছিলোনা। তখন আমরা যা ইচ্ছা করতে পারতাম, কিন্তু ধীরে ধীরে আমাদের বাবা-মায়েরাও এসব সাইটগুলোর সাথে পরিচিত হতে থাকলো, আর আমাদের বিপদও বাড়তে থাকলো। তাই বাংলাদেশি বাবা-মায়েরা সোশ্যাল মিডিয়াতে আসলে যে ধরনের কাজগুলো করে সেগুলোই থাকছে এই লিস্টে।

১. সকাল বেলা গুড মর্নিং স্ট্যাটাস দেওয়া কিংবা মেসেজ পাঠানো

২. ফ্যামিলি গ্রুপে অ্যাড করে দেওয়া

৩. জন্মদিনের ড্রেসে ছোটবেলার কোন ছবি আপলোড করে তাতে ট্যাগ করে দেওয়া

৪. ‘One like = One respect’ এই টাইপের ছবিতে লাইক দিয়ে শেয়ার করা

৫. আমাদের প্রোফাইল স্টক করা

৬. আমাদের প্রোফাইল পিক কিংবা আপলোড করা অন্য কোন ছবি শেয়ার করা

৭. ছেলে হলে মেয়ে/মেয়ে হলে ছেলেবন্ধুর সাথে কোন ছবি আপলোড করলে ‘এটা কে?’ ইনবক্সে এসে তা নিয়ে জেরা করা

৮. আমাদের পোস্ট করা কিছু তাদের পছন্দ না হলে তাতে এসে কমেন্ট করা বা ক্রমাগত তা ডিলিট করার জন্য মেসেজ করতে থাকা

৯. যেকোনো সংবাদের সত্যতা যাচাই না করেই ইমোশনাল হয়ে যাওয়া

১০. কোনোমতে একটা প্রোফাইল পিকচার তুলে নিয়ে তা দিয়েই চালিয়ে দেয়া

SHARE THIS ARTICLE