Menu
menu-icon close
  • ভাল্লাগসে

শীতের শুরুর দিকে যে ৭ ধরনের প্যারা সবাইকে খেতে হয়

Thumbnail

by Maisha Farah Oishi

১৯:৫১, ২৭ নভেম্বর ২০২২

শীতের শুরুর দিকে যে ৭ ধরনের প্যারা সবাইকে খেতে হয়

দেখতে দেখতে বছর ঘুরে শীতের সিজন প্রায় চলে এসেছে। শীত শুরু হওয়ার এই সময়টাতে যে ধরনের প্যারাগুলো আমাদের খেতেই হয়, সেটা নিয়েই আজকের এই লিস্ট।

১. হঠাৎ করেই কেমন যেন আলসেমি ভাব আসা শুরু হয়

২. ফ্যান বন্ধ করলে গরম লাগে, আবার ছাড়লে ঠান্ডা লাগে

৩. প্রতিদিন গোসল করা একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়

৪. সিজন চেঞ্জ এর কারণে টুকটাক সর্দি -কাশি শুরু হয়ে যায়

৫. হঠাৎ করেই মশার উপদ্রবটাও বেড়ে যায়

৬. হাত-পা আর মুখের ত্বক বারবার শুষ্ক হয়ে যায়

৭. দিন ছোট হয়ে আসে বলে, কিছু বুঝার আগেই কেমন যেন সন্ধ্যা নেমে চারদিক অন্ধকার হয়ে যায়!

SHARE THIS ARTICLE