Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

রমজান মাসের শুরুর দিকের যে ১০টি ঘটনা সবাই রিলেট করতে পারবে

Thumbnail

by Fariha Rahman

১৫:২৭, ২৪ মার্চ ২০২৩

রমজান মাসের শুরুর দিকের যে ১০টি ঘটনা সবাই রিলেট করতে পারবে

দেখতে দেখতে আবার চলে এলো পবিত্র রমজান মাস। সারা বছর আমরা একভাবে দিন পার করলেও, এই রমজানের মাসের দিনগুলো পার করাতে রয়েছে বেশ কিছু পার্থক্য। আর তাই রমজান মাসের শুরুতে আমাদের কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়। চলুন তাহলে জেনে নেয়া যাক সেইসব ঘটনাগুলো কি কি-

১. সারাদিন একটু পর পর ঘড়ি দেখা, ইফতারির আর কতক্ষন বাকি!

২. প্রায়ই ভুল করে পানি খেয়ে ফেলতে গিয়েও নিজেকে সামলানো

৩. ইফতারির আগের ৫ মিনিটকে ৫ ঘন্টা মনে হওয়া

৪. ইফতারির আগে “আজ সব খেয়ে ফেলবো” এমন ধারণা করলেও, অল্প একটু খেয়েই কুপোকাত হয়ে যাওয়া

৫. কোনো কারণ ছাড়াই মেজাজ অতিরিক্ত গরম থাকা

৬. সেহেরির সময় শেষ হবার আগে ৫ জগ পানি খাবার চেষ্টা করা

৭. রোজা রেখে ফেসবুকে বিভিন্ন খাবারের ছবি দেখে নিজেকে সংযত রাখা

৮. কথায় কথায় গালি দেয়ার পুরানো অভ্যাস থেকে নিজেকে থামিয়ে রাখা

৯. ফেসবুকের নিউজ ফিডে শুধু রমজান রিলেটেড মিম আর পোস্ট দেখে দেখে বিরক্ত হয়ে যাওয়া

১০. ইফতারির পর বিছানায় একটু রেস্ট নিতে যেয়ে গভীর ঘুমে চলে যাওয়া

SHARE THIS ARTICLE