Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম

যেভাবে বুঝবেন আপনি ঈদ সালামি পাওয়ার জন্য বেশি বড় হয়ে গিয়েছেন

Thumbnail

by Nabila Faiza Islam

১৫:৩৪, ১৯ এপ্রিল ২০২৩

যেভাবে বুঝবেন আপনি ঈদ সালামি পাওয়ার জন্য বেশি বড় হয়ে গিয়েছেন

ঈদের আনন্দগুলোর মধ্যে ঈদ সালামি পাওয়ার আনন্দ সবকিছুকে ছাপিয়ে যায়। এখনো এই tradition ধুমধাম করে পালন করা হয়। বড়দের সালাম করে ঈদ সালামি পেতে ছোটদের অনেক ভালো লাগে। কিন্তু অনেকেরই মনে হয় একটা সময় ছোটকালে যেভাবে ঈদ সালামি পেতাম, বড় হওয়ার পর আর সেভাবে ঈদ সালামি পাই না। তাহলে কিভাবে বুঝবেন আপনি ঈদ সালামি পাওয়ার জন্য অনেক বড় হয়ে গিয়েছেন? দেখে নিন! 

১. আপনাকে দেখেই বড়রা যখন বলে যে, আপনি অনেক বড় হয়ে গিয়েছেন! আগে অনেক ছোট দেখেছিলো আপনাকে!

২. আপনাকে প্রাধান্য দেওয়ার আগে যখন ছোটদেরকে বেশি প্রাধান্য দেয় আর তাদেরই সবার আগে সালামি দেয়

৩. সালামি পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েও যখন আপনাকে সবচেয়ে কম সালামি দেওয়া হয়! 

৪. সালামি পাওয়ার আশায় ঘুরঘুর করেও যখন আপনি কিছুই পান না!

৫. আপনাকে যখন কোথায় পড়ছেন এইটা জিজ্ঞেস না করে, জিজ্ঞেস করে কোথায় চাকরি করছেন 

৬. আপনাকে যখন জিজ্ঞেস করে আপনার future career plan কি বা বিয়েশাদীর plan কি

৭. বাচ্চারা যখন আপনার কাছে সালামির আবদার করে বসে

৮. ঈদের সময় রাস্তা দিয়ে গেলে যখন আশেপাশের লোকজন আপনাকে দেখেই লম্বা সালাম টানে! 

SHARE THIS ARTICLE

Trending NOW