Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলাকালীন প্রত্যেক ঘরেই যেসব কাহিনী চলে

Thumbnail

by Sunehra Azmee

২১:৩৬, ২৭ নভেম্বর ২০২২

ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলাকালীন প্রত্যেক ঘরেই যেসব কাহিনী চলে

বাসায় বসে পরিবারের সাথে বিশ্বকাপ দেখা একটু টক-ঝাল-মিষ্টি মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। একসাথে বসে বিশ্বকাপ উপভোগের মাঝেও ঘটে নানান রকম কাহিনী যা নিয়ে আজকের আমাদের আয়োজন। চলুন দেখে নেই, বাসায় বসে পরিবারের সাথে বিশ্বকাপ দেখার সময় সচরাচর কিসব ঘটনা ঘটে থাকে!

১. বাবার সাপোর্ট করা দল যদি হারতে থাকে, তাহলে বাবার রাগে ফুসতে থাকা!

২. পরিবার নিয়ে খেলা দেখতে বসে মিনিটে মিনিটে গালি কন্ট্রোল করা

৩. ফ্যামিলির কোনো একজন মানুষের খেলার তীব্র উত্তেজনার টাইমেও অযথা নিজের ফোন চালাতেই থাকা 

৪. কখনো কখনো আশেপাশের মানুষের চিৎকারে বুঝতে পারা যে, নিজেদের টিভি বা ল্যাপটপের ম্যাচটা ৩০ সেকেন্ড স্লো। 

৫. রাতের খেলায় চিৎকার-চেঁচামেচিতে আম্মুর বিরক্ত হয়ে একটু পর পর ঘুম থেকে উঠে এসে বকা দিয়ে যাওয়া। 

৬. বাবার দল হারতে থাকলে, বাবার সাথে মজা নেওয়ার চেষ্টা করতে গিয়ে বিরাট ঝাড়ি আর লাইফ লেসন নিয়ে একটা ছোট লেকচার শুনে ফেলা 

৭. ম্যাচের মাঝখানে কারেন্ট চলে গেলে বিদ্যুৎ অফিসে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসতে ইচ্ছা করা 

৮. পরিবারের সবার সঙ্গে একসাথে বসে বিশ্বকাপ উপভোগ করার মাধ্যমে wholesome একটা এক্সপিরিয়েন্স হওয়া

SHARE THIS ARTICLE