Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

নিজের পছন্দের দল বিশ্বকাপ বিজয়ী হয়ে গেলে যা যা হয়

Thumbnail

by Sunehra Azmee

২২:৩৩, ২৭ ডিসেম্বর ২০২২

নিজের পছন্দের দল বিশ্বকাপ বিজয়ী হয়ে গেলে যা যা হয়

যেই দলের হার জিতের জন্য দীর্ঘ দিবস রজনী ধরে প্রার্থনা চলে, সেই দল হঠাৎ করে বিশ্বকাপটা জিতে গেলে কেমন রঙিন হয়ে যাবে না ভক্তদের জীবন? সেই রঙিনময় অসীম আনন্দের দিনগুলোর একটি সিকিভাগ নিয়ে আসা আমাদের আজকের আয়োজনে।

১. পৃথিবীর কোনো দুঃখ কষ্টের স্পর্ধা হয় না আপনার মন খারাপ করানোর

২. বিশ্বকাপ উঁচিয়ে তোলার ছবিটা আপনি মন ভরে দিনে একশবার দেখতেই থাকেন।

৩. আপনার ওয়ালপেপারে পার্মানেন্ট স্ট্যাম্পের মতো বিশ্বকাপের ছবিটা এঁটে যায়।

৪. রাইভাল ফ্যানদের সাথে ঝগড়াঝাঁটি ও আর করার ইচ্ছে হয় না কারণ Useless

৫. দিনে একবার হলেও "আমরা কাপ জিতসি" বলেই ফেলেন।

৬. ফেসবুকে আবেগী স্ট্যাটাস আর শেয়ারের হিরিক পড়ে যায়।

৭. রাইভাল ফ্যানদের স্ট্যাটাস গুলোতে "Cry More" লিখে স্ক্রল করে চলে যাওয়া।

SHARE THIS ARTICLE

Trending NOW