Menu
menu-icon close
  • মাইরালা

পার্টনারকে নিয়ে শপিংয়ে গেলে সব মেয়েরাই যে বিষয়গুলোর মুখোমুখি হয়

Thumbnail

by Bishal Dhar

০৪:১২, ৩ এপ্রিল ২০২৩

পার্টনারকে নিয়ে শপিংয়ে গেলে সব মেয়েরাই যে বিষয়গুলোর মুখোমুখি হয়

প্রথমত বেশিরভাগ ছেলেই শপিংয়ে যেতে চায় না তাদের সঙ্গীর সাথে, কারণ তাদের মতে এটি এক ধরনের ফাঁদ, যে ফাঁদে একবার পড়লে সহজে আর বের হওয়া যায় না। তারপরেও মেয়েরা তাদের সঙ্গীকে নিয়ে শপিংয়ে যেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে আর প্রতিবার শপিংয়ে গিয়ে তাদের যে বিষয়গুলোর মুখোমুখি হতে হয়, আজ সেগুলোই থাকছে লিস্টে।

১. প্রথমত ছেলেদের শপিংয়ে যাওয়ার ইচ্ছাই থাকে না, তাদের নানারকম বাহানা উপেক্ষা করে নিয়ে যেতে হয়

২. কোন কিছু পছন্দ করতে বলতে সবকিছুকেই ভালো বলে

৩. এক দোকান থেকেই সবকিছু কিনে ফেলার জন্য চাপ দিতে থাকে

৪. ফেরার জন্য পাগল হয়ে যায়

৫. দোকানে ঢুকে প্রথমেই বসার জন্য জায়গা খুঁজে নেয়

৬. বিরক্ত হওয়ার লুক তো দিতেই থাকে

৭. একসময় মনে হয় এর সাথে না এসে, কোন বান্ধবীকে নিয়ে আসলেই ভালো হতো

৮. তবে একটা বিষয় খুব ভালো হয় যে, ব্যাগ ক্যারি করা নিয়ে কোন চিন্তা করতে হয় না, সব তার হাতে দিয়ে দেওয়া যায়!

SHARE THIS ARTICLE