Menu
menu-icon close
  • মাইরালা

যেসব কারণে আমাদের সমাজ ভাবে তাড়াতাড়ি বিয়ে করে ফেলাই সর্বোত্তম পন্থা

Thumbnail

by Bishal Dhar

০৪:০১, ৩ এপ্রিল ২০২৩

যেসব কারণে আমাদের সমাজ ভাবে তাড়াতাড়ি বিয়ে করে ফেলাই সর্বোত্তম পন্থা

আমাদের বাংলাদেশে বিয়ে করাটাই যেন মানুষের জীবনের সর্বোচ্চ অর্জন হিসেবে দেখা হয়, আপনি জীবনে অনেক কিছু করে ফেলেছেন কিন্তু বিয়ে করেননি, তার মানে আপনার জীবন একদম ব্যর্থ। বিয়েকে এদেশে একদম সর্বরোগের মহৌষধ মনে করা হয়, আজ জেনে নিন কোন কারণগুলোর জন্য আমাদের সমাজ চায় আপনি তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন

১. আপনার বন্ধুরা সবাই বিয়ে করে ‘সেটেল’ হয়ে গিয়েছে, তাই আপনিও এখন ‘সেটেল’ হওয়ার জন্য বিয়ে করে ফেলুন

২. ছেলে খুবই বড়লোক আর উচ্চ বংশের(মানুষ হিসেবে কেমন সেটা এখানে সেকেন্ডারি) তাই বিয়ে করে ফেলুন

৩. বিয়ে না করলে পরিবারের সম্মান থাকছে না, তাই বিয়ে করে ফেলুন

৪. আপনার জন্য আপনার ছোট ভাই/বোন বিয়ে করতে পারছে না, তাই বিয়ে করে ফেলুন

৫. বিয়ে মানেই সর্বরোগের মহৌষধ, তাই বিয়ে করে ফেলুন

৬. বিয়ে ছাড়া কোনোভাবেই আপনার জীবনে গতি আসবে না, তাই বিয়ে করে ফেলুন

৭. শুধুমাত্র বিয়ে করলেই আপনার মধ্যে দায়িত্ববোধ আসবে, তাই বিয়ে করে ফেলুন

৮. একটা বয়সের পরে বাচ্চা নিতে এবং পরবর্তীতে পালতে সমস্যা হবে, তাই বিয়ে করে ফেলুন

SHARE THIS ARTICLE