Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

অপ্রয়োজনীয় কল এভয়েড করার ৮টি নিনজা টেকনিক

Thumbnail

by Maisha Farah Oishi

২০:৫৯, ৭ মে ২০২৩

অপ্রয়োজনীয় কল এভয়েড করার ৮টি নিনজা টেকনিক

বন্ধুবান্ধব, আত্মীয়দের ফোন তো আছেই, এমনকি অফিসের কাজে আর অনলাইন ক্লাসের প্রয়োজনেও ভিডিও/অডিও কল রিসিভ করতেই হয়। তবে অনেকসময় অপ্রয়োজনীয় কলও আসে, আর যাদের ফোনে কথা বলতে মোটেই ভালো লাগে না, তাদের কাছে এই ধরনের ভিডিও বা অডিও কল মাঝেমধ্যে বেশ বিরক্তিকর লাগতে পারে। তাই মাঝে মাঝে এসব কল এড়িয়ে চলার জন্য কিছু টেকনিক নিয়ে আজকের এই লিস্ট!

১. ফোনের এয়ারপ্লেইন মোড অন করে দিন, ব্যস আপনাকে আর কেউ খুঁজেই পাবে না!

২. বলুন, আপনার ইন্টারনেটের লাইন খারাপ- এটা সবচেয়ে কমন ডায়লগ হলেও, বেশ কাজে আসে!

৩. বলুন যে, আপনার বাসায় ইলেকট্রিসিটি নেই, তাই নেটও নেই আর ফোনের চার্জও শেষ।

৪. বলুন আপনার বাসাভর্তি এত মানুষ যে ভিডিও কলে কথা বলার মতো প্রাইভেসি নেই।

৫. ভিডিও কল চলাকালে, আপনি নড়াচড়া বন্ধ করে কথা আটকে যাচ্ছে এমন ভান করুন যেন মনে হয় আপনার নেটের অবস্থা আসলেই ভালো না, তারপর ফোন কেটে দিন।

৬. কথা বলতে বলতে হঠাৎ ফোন কেটে দিয়ে বন্ধ করে দিন, পরে বলবেন আসলে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল!

৭. ফোন রিসিভ না করে, পরে বলুন আপনি ওয়াশরুমে ছিলেন অথবা কোন জরুরী কাজে ব্যস্ত ছিলেন আর ফোনটাও ছিল সাইলেন্ট মোডে, তাই দেখেননি।

৮. কেউ ডাকছে এমন ভান করে, একটু পরেই আবার কল ব্যাক করবেন বলে ফোন রেখে দিন!

SHARE THIS ARTICLE