Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যাদের কাছের বন্ধুরা বিদেশে থাকে শুধুমাত্র তারাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

Thumbnail

by Maisha Farah Oishi

১৭:১৩, ১২ নভেম্বর ২০২২

যাদের কাছের বন্ধুরা বিদেশে থাকে শুধুমাত্র তারাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

অনেকেরই কাছের বন্ধুরা বিভিন্ন কারণে বাইরের দেশে পাড়ি জমিয়েছে। যাদের নিজেদের কাছের বন্ধুরা হাজার হাজার মাইল দূরে অন্য দেশে থাকে তারা অবশ্যই এই ব্যাপারগুলোর সাথে রিলেট করতে পারবে।

১. যেকোনো উপলক্ষ্য আর একসাথে উদযাপন করা সম্ভব হয় না, বড়জোর ভিডিও কলেই একটু আড্ডা দেয়া যায়

২. হুটহাট প্ল্যান করে আর কোথাও একসাথে বেড়িয়ে পড়া যায় না

৩. সময়ের একটা ব্যবধান থাকায় অনেক সময় চাইলেও একে অন্যের সাথে কথা বলা যায় না, আর তখন চুপচাপ মিস করা ছাড়া আর কোন উপায়ও থাকে না

৪. হঠাৎ একে অন্যের বাসায় চলে আসা অথবা Stayover করে সারারাত আড্ডা দেয়া যায় না

৫. বন্ধু কবে দেশে আসবে সেটা নিয়ে নানারকম প্রশ্ন, জল্পনা-কল্পনা আর প্ল্যানিং চলতেই থাকা

৬. নির্দিষ্ট কিছু সময়ের জন্য বন্ধু দেশে আসা মানেই একসাথে ধুমিয়ে আনন্দ করা

৭. আবার যখন বন্ধুর চলে যাওয়ার সময় হয়ে আসে, তখন আরেকদফা ইমোশনাল হয়ে পড়া

৮. দেশে আসার সময় বাইরে থেকে এটা-সেটা গিফট নিয়ে আসার জন্য বন্ধুর কাছে হরহামেশাই আবদার করা

SHARE THIS ARTICLE